নতুন সরকারের কাছে সহায়তা দাবী করলেন উদয়পুরের মৃৎশিল্পীরা

নিজেস্ব প্রতিনিধি(উদয়পুর) কিছুদিন বাদেই আলোর উৎসব দীপাবলি । আর তার জন্য রাজ্যের অন্যান্য মহকুমার পাশাপাশি মন্দির নগর উদয়পুরের পালপাড়ায় চলছে চরম প্রস্তুতি ও ব্যস্ততা । আলোর উৎসব দীপাবলিতে কালী মন্দির সহ বিভিন্ন দেবদেবীর মন্দির থেকে শুরু করে প্রতিটি বাড়ি ঘরের আলো দিয়ে সাজিয়ে তোলা হয়। বর্তমানে মাটির তৈরি জিনিসের কদর অনেকটা কমে গেলেও একেবারে হারিয়ে যায়নি । উদয়পুর মাতাবাড়ি গ্রাম পঞ্চায়েতের ৫নং ওয়ার্ডের পাশের পাড়ায় মৃৎশিল্পী মনোহড়া পাশের বাড়ীতে গিয়ে দেখা গেল মাটির তৈরি প্রদীপ সহ কলসী, ধুপটা, ঘট প্রভৃতি তৈরীর কাজ চলছে জোরকদমে । বাড়ির কর্তা থেকে গৃহিণী সকলেই এই কাজে হাত লাগিয়েছেন । এই ব্যাপারে কথা বলতে গিয়ে মৃৎশিল্পী মনোহরণ পাল জানান, বংশানুক্রমে উনি প্রায় ৫০ বছর যাবৎ এই কাজের সাথে যুক্ত আছেন । তবে বর্তমানে দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে এই কাজের সাথে যুক্ত আছেন ঠিকই তবে আগের মতো আর লাভের মুখ দেখছেন না । তাছাড়া মাটি পাওয়াও খুব কষ্টকর হয়ে দাঁড়িয়েছে । এই ব্যাপারে উনার গৃহবধূ তুলসী রানী জানান , দীপাবলী উৎসবকে সামনে রেখে মাটির তৈরি বিভিন্ন জিনিস বানাতে অন্যান্যবারের ন্যায় এইবারও হাত লাগিয়েছেন । তবে ওনার বক্তব্য এই কাজে এখন আর লাভের মুখ দেখা যায় না । যদি সরকারি কোনও সহায়তা মিলতো তবে অনেকটাই সুবিধা হতো । বিগত সরকারের আমলে সহায়তা পাইনি, নতুন সরকার যাতে সহায়তা করে সেই দাবি রাখেন তুলসী দেবী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here