নতুন রঙে একশ বছরের পুরোনো স্থাপত্য

আগরতলাঃ নতুন রঙে রাঙাচ্ছে রাজধানী আগরতলার দুর্গাবাড়ি । এতদিন ধরে ত্রিপুরা ও বহিঃরাজ্যের দর্শনার্থীরা সাদা রঙের দুর্গাবাড়ি দেখে আসছিলেন  । কিন্তু এবার আর সাদা নয় পর্যটকরা দেখবেন গেরুয়া রঙের দুর্গাবাড়ি।

ত্রিপুরার মহারাজা বীরেন্দ্র কিশোর মানিক্য যখন দুর্গাবাড়ি স্থাপন করেছিলেন সেই সময় দুর্গাবাড়ির রঙ ছিলো সাদা এমনটাই প্রচলিত রয়েছে । মহারাজার আমল থেকে এতদিন পর্যন্ত দুর্গাবাড়ির রঙ সেই একই ছিলো । কিন্তু এবার নতুন রূপে আসছে রাজধানীর দুর্গাবাড়ি। প্রতি বছরের মত এবছরও মহা ধূমধামের সাথে দুর্গাবাড়িতে পালিত হবে দুর্গাপুজো। পুজোর আগে সেজে উঠেছে দুর্গাবাড়ি । রঙের প্রলেপ পড়েছে সেখানে । কিন্তু এবার আর সাদা নয় গেরুয়া রঙেই সাজছে একশ বছরের পুরোনো স্থাপত্য।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here