দ্বিতীয় দিনে চিন্তন শিবিরে আলোচনায় মুখ্যমন্ত্রী

আগরতলাঃ  “বাঁশ বা ধুপকাঠির স্টিক ত্রিপুরাতে বহুদিন ধরে তৈরী হচ্ছে কিন্তু সঠিক দাম না পাওয়ায় ও চাষের খরচ বেড়ে যাওয়ায় স্টিক কেও আর তৈরী করেনা । কিন্তু আমরাও যদি চিনির মতো বাঁশের আমদানিতে ডিউটি চার্জ করি তাহলে আমাদের দেশে প্রতি বছর ধূপকাঠি ও বাঁশের স্টিকের জন্য বাইরের দেশ থেকে একলক্ষ কোটি টাকার বাঁশ আমদানি করতে হবেনা । এরফলে যে বিশাল মার্কেট তৈরী হবে তাতে বাঁশ চাষিরা খুবই উপকৃত হবে। শনিবার প্রজ্ঞাভবনে আয়োজিত নীতি আয়োগের চিন্তন শিবিরে আলোচনায় অংশ নিয়ে একথা বলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব । মুখ্যমন্ত্রী আরও জানিয়েছে “এর জন্য এনএসইকে দ্বায়িত্ব নিতে হবে । তারা শিলংয়ের হেডকোয়ার্টার থেকে উত্তর পূর্ব রাজ্যের রপ্তানিকৃত দ্রব্যের জন্য মার্কেটিং করতে পারে । আমি তাদেরকে এগিয়ে আসার অনুরোধ করছি”।

error: Content is protected !!