দেওয়ালীর আগে রাজধানীতে আটক নিষিদ্ধ শব্দবাজী

নিজেস্ব প্রতিনিধি(আগরতলা) নিষিদ্ধ শব্দবাজীর বিরুদ্ধে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেলো সদর মহকুমা প্রশাসন । সোমবার দুপুরে রাজধানীর মহারাজগঞ্জ বাজারে পলিউশন কন্ট্রোল বোর্ড,পুলিশ ও সদর মহকুমা প্রশাসনের পক্ষ থেকে যৌথ অভিযান চালানো হয়। যৌথ অভিযানে ব্যাপক পরিমানে নিষিদ্ধ শব্দবাজি আটক করা হয়েছে। অভিযানের দায়িত্বে থাকা এক  আধিকারিক জানিয়েছেন যে আমাদের মূল কাজ হচ্ছে রাজধানীর বিভিন্ন বাজারে বাজি বিক্রেতাদের কাছে যে সমস্ত নিষিদ্ধ শব্দবাজি রয়েছে সেই গুলিকে আটক করা। এতে আমরা অনেকটাই সাফল্য পেয়েছি। রুটিনমাফিক আজকেও মহারাজগঞ্জ বাজারে অভিযান চালানো হয়েছে। নিষিদ্ধ বাজি উদ্ধার হলেও এই বাজিগুলির মালিক কে সেটা এখনও পর্যন্ত জানা যায়নি। আগামী দিনগুলিতেও এই অভিযান জারি থাকবে বলে জানিয়েছেন তিনি । পাশাপাশি সংবাদ মাধ্যমের মাধ্যমে শহরবাসীর কাছে আবেদন জানিয়েছেন তারা যদি এইরকম নিষিদ্ধ বাজির সন্ধান পান তাহলে অবশ্যই যেন তাদের জানান ।  যে সমস্ত শব্দ বাজি আটক করা হয়েছে তার মধ্যে ছিলো চকলেট বোম,রকেট বাজি ।  আগামী দিনগুলিতেও এই অভিযান জারি থাকবে বলে জানানো হয়েছে।

ছবি-অর্পণ দে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here