জনি ভট্টাচার্য(কুমারঘাট) পঞ্চমী থেকেই শুরু হয়ে গেছে বাঙালীর শ্রেষ্ঠ উৎসব শুরু হয়ে গেছে। রাজধানী আগরতলা থেকে শুরু করে বিভিন্ন জেলার পুজো মন্ডপ গুলিতে ভিড় দেখা গেছে দর্শনার্থীদের। রাজ্যের বিভিন্ন মহকুমার পাশাপাশি কুমারঘাট মহকুমার বিভিন্ন মন্ডপে দর্শনার্থীদের ঢল নেমেছে।
রাজধানী আগরতলায় চতুর্থী এবং পঞ্চমী থেকেই প্যাণ্ডেল উদ্বোধনের ধুম পড়েছিল কিন্তু বিভিন্ন মহকুমাগুলোতে সষ্ঠীর সন্ধ্যারাতে উদ্বোধন হল বিভিন্ন পূজো প্যাণ্ডেলের।
উনকোটি জেলার কুমারঘাট মহকুমায়ও সোমবার সষ্ঠীর সন্ধ্যারাতে উদ্বোধন হয় বিভিন্ন পূজো প্যাণ্ডেলের।
