দুঃস্থ ও বিকলাঙ্গ শিশুদের জন্য অভিনব প্রয়াস

হক জাফর ইমাম(মালদা) দুঃস্থ ও বিকলাঙ্গ শিশুদের জন্য অভিনব প্রয়াস গ্রহন করলো মালদার অবসরের জীবন শিখা সংস্থা।  বুধবার অষ্টমী দিন মালদা জেলার বিভিন্ন এলাকার দুঃস্থ  ও বিকলাঙ্গ ছোট ছোট বাচ্চাদের একত্রিত করে মালদার নামকরা বেসরকারি রেস্তোরাঁ  বাচ্চাদের মধাহ্নভোজ করালেন সংস্থার কর্তারা। জীবনে যারা রেস্তোরাঁতে ঢুকতেই পারিনি বা রেস্তোরাঁর খাবার কথা ভাবতেও পারেন না সেই দুঃস্থ ও বিকলাঙ্গ শিশুগুলি নামী রেস্তোরাঁয়  এক বেলা খেতে পেয়ে খুব খুশি হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনুষ্ঠানের কর্ণধার ও অ্যাডভোকেট সুদীপ্ত গাঙ্গুলি, সংস্থার সম্পাদক কুনাল গাঙ্গুলী, সংস্থার সদস্য সন্তোষ কর্মকার, মলিন দাস, হক জাফর ইমাম, দেবদ্বীপ প্রমূখ। অবসরের জীবন শিখা সংস্থার প্রেসিডেন্ট অ্যাডভোকেট সুদীপ্ত গাঙ্গুলী সাংবাদিকদের প্রশ্ন উত্তরে বলেন আমরা কিছু বন্ধু মিলে অবসরের জীবন শিখা সংস্থাটি করেছি। এই সংস্থার কাজ দুঃস্থ লোকেদের পাশে দাঁড়ানো । এই কাজ আমরা দীর্ঘ কয়েক বছর ধরে করে আসছি । আমাদের সংস্থার একটাই উদ্দেশ্য দুঃস্থ মানুষের পাশে দাঁড়ানো এবং দুঃস্থ ছোট বাচ্চাদের মুখে হাসি ফোটানো। এই কাজের আমাকে আমাদের সকল সদস্যরা আমাকে সাহায্য করে আমি চাই এই সংস্থা সমাজের কল্যাণে কাজে আসে। অষ্টমীর দিন মায়ের আরাধনা করে ছোট ছোট বাচ্চাদের মুখে হাসি ফোটাতে পেরে আমরা ধন্য।  আমরা চাই আমাদের মত মালদার বিভিন্ন সংস্থা ও ক্লাব গুলো এই কাজে এগিয়ে আসলে মালদা জেলায় দুঃস্থ মানুষেরা উপকৃত হবে।

error: Content is protected !!