কিষান কুমার মালী(কদমতলা) কদমতলার উন্নয়নে যোগ হতে চলেছে নতুন পালক । সুদীর্ঘ বছরের দাবির ফল মিলল এবার । কদমতলায় তৈরি হতে যাচ্ছে সরকারি ডিগ্রী কলেজ ।
রাজ্যে বিজেপি আইপিএফটি জোট সরকার গঠিত হওয়ার পর থেকেই কদমতলার উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে । বাম আমলে দীর্ঘ ২৫ বছর পিছিয়ে ছিলো এই কেন্দ্র। বাম আমলে কদমতলা কেন্দ্রের জনগন বারবার কলেজ স্থাপন করার দাবি তুললেও সেসময়ের নেতা মন্ত্রীরা জনতার দাবীকে উপেক্ষা করেছেন ।
কদমতলা ব্লক এলাকার ব্রজেন্দ্র নগর, রানীবাড়ী, সাত সঙ্গম, তারকপুর, কালা গাঙ্গের পার সহ কদমতলার বিস্তীর্ণ এলাকার ছাত্রছাত্রীরা প্রতিদিন ১০০ থেকে ১৫০ টাকা খরচ করে ধর্মনগর কলেজে গিয়ে পড়াশোনা করে । গাড়ি ভাড়া বহন করতে না পারায় অনেক গরিব পরিবারের ছেলে মেয়েরা পড়াশোনা ছেড়ে দিয়েছে । আগামী শিক্ষাবর্ষ থেকে কদমতলায় কলেজের পঠন পাঠন শুরু হবে ।
সরসপুরের কবিগুরু জেবি স্কুলে অস্থায়ীভাবে কলেজ চলবে । আর যে স্থানে কলেজ নির্মাণ হবে সেই স্থান বুধবার পরিদর্শন করে গেলেন শিক্ষা দপ্তরের রাজ্য অধিকর্তা (স্টেইট ডাইরেক্টর) অমিত শুক্লা (IFS) । তি কদমতলায় এসে রেভিনিউ দপ্তরের আধিকারিকদের নিয়ে কলেজের প্রস্তাবিত স্থান পরিদর্শন করেন।
৬.৪৫ একর জায়গায় এই কলেজ নির্মাণ হবে । যে জায়গায় কলেজ নির্মাণ হবে পাশেই রয়েছে সড়ক, রয়েছসরসপুর স্কুল, কদমতলা ব্লক থেকে মাত্র 2 কিঃমিঃ দূরত্ব । জায়গা পরিদর্শনে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অমিত শুক্লা জানান জায়গাটি খুবই ভালো, কলেজের জন্য উপযোগী তিনি রাজ্য সরকারকে রিপোর্ট দিয়ে দেবেন । তারপরেই বিল্ডিং-এর কাজ শুরু হবে । আগামী শিক্ষাবর্ষ থেকে কবিগুরু জেবি স্কুলে অস্থায়ীভাবে কলেজ শুরু হবে বলে জানান অমিত শুক্লা । এদিন তিনি কবিগুরু জে বি স্কুল টিও পরিদর্শন করেন । প্রসঙ্গত কদমতলার জনগনের দীর্ঘদিনের স্বপ্নপূরন হলো ।
