দিনেদুপুরে প্রকাশ্যে গুলি শহরের রাস্তায়

দমদম পার্কঃ ফের প্রকাশ্যে গুলি চলল শহরে। শনিবার সকালে দমদম পার্কের চারনম্বর ট্যাঙ্কের কাছে প্রমোটারদের লক্ষ্য করে গুলি চালায় দুজন দুষ্কৃতি । আহত হন শেখর পোদ্দার ও চিরদীপ রায় নামে দুজন প্রমোটার। সূত্রের খবর দুস্কৃতিদের ছোড়া গুলি হাতে লাগে শেখর পোদ্দারের। আশঙ্কাজনক অবস্থায় তাকে একটি বেসরকারি নাসিংহোমে ভর্তি করা হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন যে, আজ ঠিক সকাল ১১টায় বাইকে করে এসে দুজন দুষ্কৃতি একটি নির্মীয়মাণ বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা দুই প্রমোটারকে লক্ষ্য করে গুলি চালায়। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ওই এলাকায়। দিনে দুপুরে গুলি চালানোর ঘটনায় রীতিমত আতঙ্কে দিনগুনছে স্থানীয় মানুষের। কি কারনে ওই প্রমোটারদের লক্ষ্য করে গুলি চালানো হলো তা তদন্ত করে দেখছে লেকটাউন থানার পুলিশ। ঘটনার পর থেকে পলাতক দুই অভিযুক্ত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here