‘দশেরা’ উৎসবে মাতলো মালদা

হক জাফর ইমাম(মালদা) প্রতিবারের ন্যায় এবারও বিজয়া দশমীতে মালদা কালিতলা ক্লাব রাবণ বধের উৎসব পালন করল মালদা ডি এস এ ময়দানে। উৎসব উপলক্ষে দুপুর থেকেই  ডি এস ময়দানে ঢল নেমেছিলো মানুষের। সাংস্কৃতিক অনুষ্ঠানের পর শুরু হয় রাবন বধের অনুষ্ঠান। রাবন বধের পাশাপাশি শুরু হয় আতস বাজির রোশনাই। নানা রঙের আতবাজিতে চারিপাশ হয়ে উঠেছিলো আনন্দ মুখর। পুরানে কথিত আছে, নবরাত্রির দশম দিনে লঙ্কায়  রাবণকে বধ করে স্ত্রী সীতাকে উদ্ধার করেছিলেন রাম ৷ সেই জয়ই উদযাপিত হয় দশেরা অনুষ্ঠানের মধ্যে দিয়ে সারা দেশের পাশাপাশি মালদায় ব্যাপক  উদ্দীপনার মধ্যে দিয়ে পালিত হলো এই উৎসব ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here