দক্ষিণেশ্বরের রানী রাসমণি স্কাইওয়াকের উদ্ভোধন করলেন মুখ্যমন্ত্রী

প্রদীপ সাঁতরাঃ  সোমবার বিকালে উদ্বোধন হল দক্ষিণেশ্বরের রানী রাসমণি স্কাইওয়াকের। নির্দিষ্ট সময়ের আগেই উপস্থিত হয়ে উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  ৩৪০ মিটার দীর্ঘ, ১০.‌১৫ মিটার চওড়া স্কাইওয়াক রানি রাসমনি স্কাইওয়াক খরচ হয়েছে ৬০ কোটি টাকা। রয়েছে ১৪টি এসক্যালেটর এবং চারটি লিফট। স্টেশন থেকে মন্দিরের গেট পর্যন্ত অনায়াসেই চলে যেতে পারবেন দর্শনার্থীরা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম, সাংসদ সৌগত রায়, খাদ্য ও সরবরাহমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, দক্ষিণেশ্বর কালীমন্দিরের অছি পরিষদের সম্পাদক কুশল চৌধুরি, বেলুড় মঠের রামকৃষ্ণ মঠ ও মিশনের সাধারণ সম্পাদক স্বামী সুধীরানন্দজি মহারাজ, কামারহাটি মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান গোপাল সাহা, বরাহনগর মিউনিসিপ্যালিটির চেয়ারপার্সন অপর্ণা মৌলিক প্রমুখ।স্কাইওয়াকে হকারদের পুনর্বাসনে ১৩৭টি দোকান নির্মাণ করে দেওয়া হয়েছে।  স্কাইওয়াকে রয়েছে বিশ্রামকক্ষও।‌

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here