তিন তালাক বিলে শিলমোহর দিলেন রাষ্ট্রপতি

তিন তালাক বিলে শিলমোহর দিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।আর রাষ্ট্রপতি সম্মতি দেওয়ার সঙ্গে সঙ্গেই আইনে পরিণত হয়ে গেল সেই বিলটি। যার ফলে কোনও মুসলিম পুরুষ তাঁর স্ত্রীকে তাত্‍ক্ষণিক তিন তালাক দিলে সেই অভিযোগ প্রমাণিত হলে তাঁকে জেল খাটতে হবে।

এই আইনে সর্বোচ্চ তিন বছরের সাজার নির্ধারণ করা হয়েছে। বিতর্কিত এই বিলটি নিয়ে বেশ কিছুদিন ধরেই সংসদে উত্তাল হয়েছে। প্রথমবার নরেন্দ্র মোদী সরকার ক্ষমতায় এসে তাত্‍ক্ষণিক তিন তালাক বিল লোকসভায় পাস করে।পরে রাজ্যসভাতেও পাশ হয়ে যায় সেই বিল।

ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য করা হবে তাৎক্ষণিক তিন তালাক। মঙ্গলবার রাজ্যসভায় এই বিলের ৯৯ ভোট পড়ে৷ যেখানে বিপক্ষে ভোট পড়ে ৮৪টি৷

তিনবার পরপর তালাক বলে ডিভোর্স দেওয়ার রীতি মুসলিম ধর্মে রয়েছে, তাকেই এই বিলে শাস্তিযোগ্য অপরাধ বলে গণ্য করা হবে।

error: Content is protected !!