তিতলি কেঁড়ে নিলো শিক্ষিকার প্রান

বাদল দেব(কমলপুর) স্কুল থেকে বাড়ি ফেরার পথে বাইক থেকে পড়ে গিয়ে মৃত্যু হলো এক মহিলার। মৃত মহিলার নাম অনিমা দাস। তিনি  কমলপুর নোয়াগাও হাইস্কুলের শিক্ষিকা ছিলেন। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে শুক্রবার বিকালে কমলপুর বাইপাস রোড এলাকায়। ঘটনার বিবরনে জানা গেছে শুক্রবার বিকালে স্কুল ছুটির পর ওই মহিলা তার ছেলের বাইকে করে বাড়ি ফিরছিলেন। তিতলির প্রভাবে রাজ্যের বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে বৃষ্টিপাত। যার ফলে রাস্তা পিছল হয়ে গেছে। আর এই কারনের জন্যই মর্মান্তিক দুর্ঘটনা বলে জানিয়েছেন তার পরিবার।  দুর্ঘটনার পর ওই মহিলাকে কমলপুর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার পর পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে ১১ সেপ্টেম্বর ওই মহিলার বাড়িতে একদল দুষ্কৃতি

হামলা চালায়। হামলার ফলে ওই মহিলার ঘাড়ে গুরুতর চোট লাগে। চিকিৎসার জন্য তাকে নিয়ে যাওয়া হয় বহিরাজ্যে। কিছুটা সুস্থ হওয়ার পর কমলপুরে ফিরে আসেন তিনি। শুক্রবার ব্যাক্তিগত কিছু কাজের জন্য বিদ্যালয়ে গিয়েছিলেন। ফেরার সময় এই মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটে। মহিলার পরিবারের পক্ষ থেকে জানানো হয় আজ যদি তার হাতটা ঠিক থাকতো তাহলে এতবড় দুর্ঘটনা ঘটতো না। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকা জুড়ে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here