তব অচিন্ত্য রূপচরিত মহিমা

কল্যান অধিকারীঃ রেডিও টা খারাপ হয়ে গিয়েছে সেই কবে। ঠিক করানো হয়নি। মন বলছে শরৎ চলে এসেছে দুর্গা মা’কে সঙ্গে নিয়ে। বড্ড মিশ করছি রেডিওটিকে। তবুও রাত শুরুর আগে হেডফোনে ‘আশ্বিনের শারদপ্রাতে বেজে উঠেছে আলোক মঞ্জীর; ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা’।

ওই একটা দিন ভোরে ওঠার ইচ্ছে থাকে। হ্যাঁ, শিউলি ফুলের গাছটি বেঁচে রয়েছে। তুলসী তলায় সাদা হয়ে বিছিয়ে থাকা শিউলি ফুলের মধ্যে দেবীপক্ষের সূচনা জানান দেয়। বাকিটা রিমোট হাতে দূরদর্শন খুঁজে মহালয়া’র পুরনো ভিডিও দেখার ইচ্ছে।

আজও মনে হয় বদলেছে অনেক কিছুই। শুধু বদলায়নি গ্রন্থনা শ্লোক ও আবৃত্তির বরেণ্য মানুষটি যিনি বাঙালির হৃদয়ে বসে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র। যার সুর ভেসে আসে বহুদূরে কোনও বাড়ির রেডিও থেকে।

ওগো আমার আগমনী আলো,
জ্বালো প্রদীপ জ্বালো।
এই শারদের ঝঞ্ঝাবাতে
নিশার শেষে রুদ্রবাতে
নিভল আমার পথের বাতি
নিভল প্রাণের আলো।

ডাক বার্তার সকল দর্শককে শুভ মহালয়ার প্রীতি ও শুভেচ্ছা।

error: Content is protected !!