ঢাক সংস্কৃতি বাঁচিয়ে রাখা আমাদের দায়িত্বঃ মুখ্যমন্ত্রী

মোহনপুরঃ “ঢাক আমাদের পরম্পরাগত সংস্কৃতি। চিরাচরিতভাবেই আমাদের পূজা-পার্বণে ঢাক বাজানো হয়। এই ধরনের প্রতিযোগিতা আমাদের সংস্কৃতিকে আরও সমৃদ্ধ করবে।“ রবিবার সন্ধ্যায় মোহনপুর মহকুমায় দুর্গাবাড়ি বাজার সংলগ্ন স্থানে বামুটিয়া গৌড়িয় যুব সমাজের উদ্যোগে আয়োজিত ঢাকি উৎসবে যোগ দিয়ে একথা বললেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। মুখ্যমন্ত্রী আরও বলেন,  এই সংস্কৃতি বাঁচিয়ে রাখা আমাদের দায়িত্ব। কারন এটাই তাদের জীবিকা।  আজকের এই প্রতিযোগিতায় মোট ৪২টি দল অংশগ্রহন করেন। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক কৃষ্ণধন দাস, রামপ্রসাদ পাল সহ অনান্যরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here