জেলার সেরা ১৫টি পুজোকে পুরস্কৃত করল মালদা প্রেস এন্ড ফটোগ্রাফার অ্যাসোসিয়েশন

হক জাফর ইমাম(মালদা) জেলার সেরা ১৫টি পুজোকে পুরস্কৃত করল মালদা প্রেস এন্ড ফটোগ্রাফার  অ্যাসোসিয়েশন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদা জেলার জেলাশাসক কৌশিক ভট্টাচার্য,  জেলা সুপার অর্ণব ঘোষ,  ইংরেজবাজারের বিধায়ক তথা ইংরেজবাজার পৌরসভা পৌর পিতা নিহার রঞ্জন ঘোষ, পৌরসভার ভাইস চেয়ারম্যান বাবলা সরকার সহ অনান্য বিশিষ্ট অতিথিরা। ফিতা কেটে অনুষ্ঠানের শুভ সূচনা করেন মালদা ইংরেজবাজারের বিধায়ক তথা ইংরেজবাজার পৌরসভার পৌর পিতা নিহার রঞ্জন ঘোষ । তারপর অনুষ্ঠানের মূল কার্যক্রম শুরু হয়। মালদা প্রেস এন্ড ফটোগ্ৰাফারস অ্যাসোসিয়েশনের সম্পাদক রনজিত দাস বক্তব্য রাখতে গিয়ে বলেন,  আমাদের এই সংস্থা দীর্ঘ ১৫ বছর ধরে চালিয়ে আসছি এই বছর আমরা ১৫ বছরে পদার্পন করেছি। আমরা চাই সাধারন মানুষের কথা ভেবে উন্নয়নমূলক কাজ করতে।  আমাদের সংস্থা কে জেলা প্রশাসন থেকে শুরু করে মালদার জনসাধারন সহযোগিতা করেন বলেই আমাদের এই সংস্থার উন্নয়ন কাজ গুলি করতে সক্ষম হই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here