জাদু খেলা দেখতে এসে মৃত্যু বাবার, আহত ছেলে

গৌতম পাল(ইসলামপুর) জাদু খেলা দেখাতে এসে লড়ির ধাক্কায় মৃত্যু হলো বাবার। গুরুতর আহত অবস্থায়  ছেলে ভর্তি হাসপাতালে । ঘটনাটি ঘটেছে চোপড়া থানার সোনাপুর এলাকার ৩১ নাম্বার জাতীয় সড়কে। মৃত ওই ব্যক্তির নাম  নাজউদ্দিন, বাড়ি ইসলামপুরের পুরাতন পল্লীতে। গুরুতর আহত ছেলেকে উত্তরবঙ্গ মেডিকেল কজেলে নিয়ে যাওয়া হয়েছে।

পরিবারসূত্রে জানা গিয়েছে, ইসলামপুরের পুরাতন পল্লীর বাসিন্দা নাজউদ্দিন বিভিন্ন হাটে গিয়ে জাদু খেলা দেখাতেন। রবিবার সকালে নাজউদ্দিন তার ছেলেকে নিয়ে চোপড়া থানার সোনাপুর হাটে জাদু খেলা দেখাতে যাচ্ছিলেন। চোপড়া থানার সোনাপুর এলাকার ৩১ নান্বার জাতীয় সড়কে পার হওয়ার সময় পেছন দিক থেকে আসা একটি পাট বোঝাই লড়ি তাকে ধাক্কা মারলে ঘটনাস্থলেই মৃত্যু হয় নাজউদ্দিনের। গুরুতর আহত অবস্থায় তার ছেলেকে স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকেরা তার অবস্থা অবনতি হওয়ায় তাকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে স্থানান্তরিত করে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে চোপড়া থানার পুলিশ। মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়। এই ঘটনায় বেশ কিছুক্ষন ৩১ নাম্বার জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পরে। পুলিশ এসে যান চলাচল স্বাভাবিক করে। ঘাতক লড়িটিকে আটক করেছে চোপড়া থানার পুলিশ। ঘটনার পর থেকে পলাতক লড়ির চালক ও খালাসী। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here