চেন্নাইয়ের রামকৃষ্ণ মঠ এবার উঠে আসলো ত্রিপুরায়

নিজেস্ব প্রতিনিধি (উদয়পুর) চেন্নাইয়ের রামকৃষ্ণ মঠ দেখার জন্য এবার চেন্নাই যেতে হবেনা আপনাকে। নিজের রাজ্য ত্রিপুরায় এবার দেখা যাবে রামকৃষ্ণ মঠ। গোমতীর জেলার বিভিন্ন মহকুমার ক্লাব গুলির মধ্যে উদয়পুরের চন্দ্রপুর মহান স্বামীজী বিবেকানন্দ সামাজিক সংস্থা এইবার তাদের দূর্গা পূজার মন্ডপ নির্মান করেছে চেন্নাইয়ের রামকৃষ্ণ মঠের অনুকরনে। টিআইডিসি চেয়ারম্যান টিঙ্কু রায়ের হাত ধরে এই পুজোর উদ্বোধন হলো। টিঙ্কু রায় ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাতাবাড়ি কেন্দ্রের বিধায়ক বিপ্লব কুমার ঘোষ, সমাজ সেবক অমর চাঁদ ঘোষ সহ অনান্য অতিথিরা। এবছর ক্লাবের মোট বাজেট ৫ লক্ষ টাকা।  পুজোর পাশাপাশি বিভিন্ন সামাজিকমূলক কাজে ও এগিয়ে এসেছে এই ক্লাব। গরিবদের বস্ত্র বিতরন অনুষ্ঠানের পাশাপাশি স্বচ্ছ ভারত অভিযান করা হয়েছেন সংস্থার পক্ষ থেকে।  ও সমাজকে স্বচ্ছ রাখার জন্য করা হয়েছে স্বচ্ছ ভারত অভিযান। তাছাড়া পুজোর চারদিন থাকছে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here