চিটফান্ড দুর্নীতি নিয়ে এত ভয় কেন মমতার?

নিজেস্ব প্রতিনিধি(ময়নাগুড়ি) ময়নাগুড়ির সভা থেকে চিটফান্ড নিয়ে মুখ্যমন্ত্রীকে নিশানা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একের পর এক প্রশ্নবানে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে আক্রমন শানালেন প্রধানমন্ত্রী। পাশাপাশি কলকাতা পুলিশ কমিশনার রাজীব কুমারের বাড়িতে সিবিআইয়ের যাওয়া এবং পরবর্তী সময়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ও কেন্দ্রের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে   গত রবিবার মেট্রো চ্যানেলে ধর্নায় বসেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  মুখ্যমন্ত্রীর সেই ধর্নায় বসা নিয়েও তীব্র কটাক্ষ করেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্য

 

  • চিটফান্ডে যারা গরীব মানুষের টাকা লুঠেছে চৌকিদার কাউকে ছাড়বেনা।
  •  বিদেশে জাতিবিদ্বেষের বিরুদ্ধে সত্যাগ্রহ করেছিলেন মহাত্না গান্ধী। নেতাজি সুভাষ চন্দ্র বসু ভারতীয়দের একজোট করে আন্দোলন করেছিলেন। আজ পশ্চিমবঙ্গে এমন মুখ্যমন্ত্রী রয়েছেন, যিনি গরিবদের মেহনতের টাকা যারা লুঠেছে, তাদের বাঁচাতে ধরনা দিচ্ছেন।   
  • চিটফান্ড তদন্তে আপনার ঘুম উড়ছে কেন? কাকে কাকে বাঁচাতে ধর্নায় বসেছিলেন?
  • পশ্চিমবঙ্গে গরিব মানুষের কষ্ট করে জমানো টাকা যারা চুরি করেছে, তাদের বাঁচাচ্ছেন মুখ্যমন্ত্রী।
  •  দেশে প্রথম কোনও মুখ্যমন্ত্রী চোরেদের রক্ষা করতে ধর্নায় বসে গেলেন। যারা সাধারণ মানুষের টাকা লুঠ করেছিল, তাদের রক্ষা করছেন মুখ্যমন্ত্রী।
  •  
  • দুর্নীতিগ্রস্তদের বাঁচাতে বাংলায় ধর্না হচ্ছে। আর কোথায় কোথায় ধর্না করবেন? মুখ্যমন্ত্রীকে সরাসরি প্রশ্ন ছুড়লেন প্রধানমন্ত্রী।
  • পশ্চিমবঙ্গে কংগ্রেস বলছে রাজ্যে অরাজকতা চলছে, আর দিল্লিতে কংগ্রেস দিদিকে সমর্থন করছে।
  • গরিবদের টাকা লুটে নেওয়া চোরকে বিদেশ থেকে নিয়ে আসছি, আর এরা তাদেরই রক্ষা করছে।
  • চিটফান্ড দুর্নীতি নিয়ে এত ভয় কেন মমতার? দুর্নীতি করলে কাউকে ছাড়া হবেনা ।
  • চিটফান্ডের শিকার প্রত্যেককে আমি জানাতে চাই, আপনাদের টাকা যাঁরা লুট করেছে তাঁদের মোদি কখনও সফল হতে দেবে না
error: Content is protected !!