চন্দ্রায়ন – ২ এর সফল লঞ্চের পর ভারত কে অভিনন্দন জানিয়েছে চিন

চন্দ্রায়ন – ২ এর সফল লঞ্চের পর চিন ভারত কে অভিনন্দন জানিয়েছে গতকাল। চীনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র Hua Chunying জানিয়েছে ভারত নিঃসন্দেহে বড় একটা মাইলস্টোন ছুয়েছে এবং ভবিষ্যতে বিভিন্ন স্পেশ এক্সপ্লোশেসনে চীন ভারতের সাথে যৌথভাবে কাজ করতে আগ্রহী। প্রসঙ্গত এবছরই জানুয়ারি তে চীনের Chang’e-4 স্পেশক্রাফট চাঁদে সফট ল্যান্ডিং করে ইতিহাস তৈরি করেছে। ভারত ও চাঁদের অজানা দক্ষিণ মেরু তে বিক্রম রোভার কে ল্যান্ড করাবে। Hua Chunying আরো জানিয়েছে এক্সপ্লোশেসন অফ মুনের ক্ষেত্রে ভারত, চীন, আমেরিকা ও ইসরায়েল যে পদক্ষেপ নিয়েছে তা নিঃসন্দেহে মানবজাতির পক্ষে মঙ্গলজনক। তারা আশা করছে ভবিষ্যতে আউটার স্পেশ পোগ্রামে বেজিং ও নয়াদিল্লি একসাথে কাজ করবে।

error: Content is protected !!