চন্দ্রায়ন – ২ এর সফল লঞ্চের পর চিন ভারত কে অভিনন্দন জানিয়েছে গতকাল। চীনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র Hua Chunying জানিয়েছে ভারত নিঃসন্দেহে বড় একটা মাইলস্টোন ছুয়েছে এবং ভবিষ্যতে বিভিন্ন স্পেশ এক্সপ্লোশেসনে চীন ভারতের সাথে যৌথভাবে কাজ করতে আগ্রহী। প্রসঙ্গত এবছরই জানুয়ারি তে চীনের Chang’e-4 স্পেশক্রাফট চাঁদে সফট ল্যান্ডিং করে ইতিহাস তৈরি করেছে। ভারত ও চাঁদের অজানা দক্ষিণ মেরু তে বিক্রম রোভার কে ল্যান্ড করাবে। Hua Chunying আরো জানিয়েছে এক্সপ্লোশেসন অফ মুনের ক্ষেত্রে ভারত, চীন, আমেরিকা ও ইসরায়েল যে পদক্ষেপ নিয়েছে তা নিঃসন্দেহে মানবজাতির পক্ষে মঙ্গলজনক। তারা আশা করছে ভবিষ্যতে আউটার স্পেশ পোগ্রামে বেজিং ও নয়াদিল্লি একসাথে কাজ করবে।
Latest News
ঘোষণা হল জয়েন্ট এন্ট্রান্স মেইনের নির্ঘণ্ট
কলকাতা: অবশেষে ঘোষণা করা হল জয়েন্ট এন্ট্রান্স মেইনের নির্ঘণ্ট। মঙ্গলবার বিজ্ঞপ্তি জারি করেছে কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক জানিয়েছে, ১৮ থেকে ২৩ জুলাই হতে চলেছে...
রাজ্যকে দূর্নীতিমুক্ত করতে নতুন উদ্যোগ সরকারের
রাজ্যকে দূর্নীতিমুক্ত রাখার ক্ষেত্রে বর্তমান সরকার আপোষহীন নীতি অবলম্বন করে কাজ করছে। এরই পরিপ্রেক্ষিতে কেউযদি আপনার কোন ব্যক্তিগত কাজ করতে গিয়ে কোনো সরকারি আধিকারিক...
চরিলাম পরিমল চৌমুনি সবজি বাজার বারোটার মধ্যে বন্ধ করার জন্য প্রশাসনিক পদক্ষেপ
উল্লেখ্য করোনা ভাইরাস সংখ্যা ছেড়ে যাওয়ার সাথে সাথে কঠোর হচ্ছে প্রশাসন যদিও প্রত্যেকদিন মহকুমা প্রশাসনসহ পুলিশ জনসাধারণকে সতর্ক করার জন্য চেষ্টা চালিয়ে...