পঞ্চমীর সন্ধ্যায় মর্মান্তিক দুর্ঘটনা, আহত ৩

নিজেস্ব প্রতিনিধি(করিমগঞ্জ,আসাম) রবিবার সন্ধ্যায় মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটলো পাথরকান্দির বৈটাখালে।নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার ধারে থাকা একটি দোকানে সজোরে ধাক্কা মারে একটি গাড়ি। এই ঘটনায় দোকানে মধ্যে থাকা তিনজন আহত হন।   | আহতরা হলেন, কনক রঞ্জন ভাট, লাকি গোয়ালা ও তার মেয়ে। আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের হাসপাতালে পাঠানো হয়। এই ঘটনার পর উত্তেজিত জনতা রাস্তা অবরোধ করেন।এই খবর পাওয়ার পরেই সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে যান লোয়াইরপোয়া কংগ্রেস যুব ব্রিগেডের সভাপতি সুদীপ গোয়ালা । এরপর খবর দেওয়া হয় পাথারকান্দির প্রাক্তন বিধায়ক মনিলাল গোয়ালাকে।  খবর পেয়ে তিনি ঘটনাস্থলে এম্বুলেন্স পাঠিয়ে দেন। এবং উপস্থিত হন পাথারকান্দি থানার পুলিশ।  তারা এসে কথা বলেন স্থানীয় বাসিন্দাদের সঙ্গে। পুলিশি আশ্বাস পাওয়ার পর অবরোধ তুলে নেন তারা। এরপর পুলিশ অভিশপ্ত গাড়িটা থানায় নিয়ে আসেন |

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here