ঘোষণা হল জয়েন্ট এন্ট্রান্স মেইনের নির্ঘণ্ট

কলকাতা: অবশেষে ঘোষণা করা হল জয়েন্ট এন্ট্রান্স মেইনের নির্ঘণ্ট। মঙ্গলবার বিজ্ঞপ্তি জারি করেছে কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক জানিয়েছে, ১৮ থেকে ২৩ জুলাই হতে চলেছে জেইই মেইন পরীক্ষা। জেইই অ্যাডভান্স হবে অগাস্ট মাসে। ২৬ জুলাই হবে মেডিক্যালের সর্বভারতীয় পরীক্ষা।

অন্যান্য কর্মসূচীর মতই পিছিয়ে গিয়েছে পরীক্ষা। করোনাভাইরাসের জেরে পিছিয়ে গিয়েছিল জয়েন্ট এন্ট্রান্সের মেন ও ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট বা নিট পরীক্ষা। সেই পরীক্ষার নতুন সূচি ঘোষণা করল কেন্দ্রীয় মা্নব সম্পদ উন্নয়ন মন্ত্রক।

মঙ্গলবার কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পোখরিয়াল নতুন দিন ঘোষণা করেন। তিনি জানান, ২০২০ সালের জয়েন্ট এন্ট্রান্স মেন পরীক্ষা ১৮ থেকে ২৩ জুলাইয়ের মধ্যে নেওয়া হবে। অন্যদিকে নিট ২০২০ হবে ২৬ জুলাই। মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের ন্যাশনাল টেস্টিং এজেন্সি জানিয়েছে, পড়ুয়ারা চাইলে এই দুই পরীক্ষার জন্য নিজেদের কেন্দ্র বদলের আবেদন করতে পারে।

error: Content is protected !!