গাঁজা পাচার কান্ডে জরিত থাকার অভিযোগে সাসপেন্ড এসআই

কিষান কুমার মালি(চুড়াইবাড়ি) মুখ্যমন্ত্রীর চেয়ারে বসেই রাজ্যকে নেশামুক্ত করার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব । রাজনীতির রঙ না দেখে দোষীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন পুলিশ-প্রশাসনকে। মুখ্যমন্ত্রীর নির্দেশের পর একের পর এক নেশা কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ । প্রায় প্রতিদিন রাজ্যের কোথাও না কোথাও গ্রেফতার হচ্ছেন নেশাকাররীরা ।কিছুদিন আগে নেশা কারবারের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছে বাগমা থানার ওসি বিমল দেববর্মাকে। শনিবার গাঁজা পাচার কাণ্ডে জড়িত থাকা এবং পাচারকারীদের বিভিন্ন ভাবে সাহায্য করার অভিযোগে সাসপেন্ড হলেন চুড়াইবাড়ি থানার এসআই শুক্র মনি দেববর্মা ৷ ২৮ জুলাই থেকে চুড়াইবাড়ি থানায় এস আই এর দায়িত্বে ছিলেন তিনি।   শুক্রবার দুপুরে গোপন সূত্রের ভিত্তিতে  চুরাইবাড়ি থানার পুলিশ রুটিন তল্লাশি চলাকালীন সময়ে ৪৪ নং জাতীয় সড়কের উপর চুরাইবাড়ি থানার সাম্মুখে WB59A / 5341 নম্বরের ১২ চাকার একটি লরিতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমান গাঁজা আটক করে।লরিতে তল্লাশি চালিয়ে ৫০০ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ।  চুরাইবাড়ি‌ থানার পুলিশ একটি মামলা হাতে নিয়ে বর্তমানে তদন্ত শুরু করে দিয়েছে। তদন্ত শুরু হতেই পুলিশের সামনে আসে চুড়াইবাড়ি থানার এসআই শুক্র মনি দেববর্মার নাম । তদন্তে পুলিশ জানতে পারে যে, গাঁজা পাচারের সঙ্গে যুক্ত আছেন তিনি। এরপর ডিজিকে পুরো ঘটনা জানানো হয়। আগরতলায় ডিজির কাচ থেকে অর্ডার আসার পরেই সাসপেন্ড করা হয় তাকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here