গঙ্গার ঘাটে নবপত্রিকা স্নানের মধ্যে দিয়ে শুরু হলো সপ্তমী পুজো

কলকাতা ও আগরতলাঃ আজ মহাসপ্তমী । দেবীর নবপত্রিকা স্নানের মধ্যে দিয়ে শুরু হয়ে গেছে সপ্তমী পুজো। নবপত্রিকা স্নান করাতে সকাল থেকেই ভিড় কলকাতা শহরের বিভিন্ন ঘাট গুলোতে। বনেদী বাড়ি থেকে শুরু করে বারোয়ারি পুজো কমেটি গুলি সকাল থেকেই ভিড় করেছে গঙ্গার ঘাটে। নবপত্রিকা স্নানের পরেই ঘটে প্রান প্রতিষ্ঠা করার পর শুরু হবে সপ্তমী পুজো। কদলী বৃক্ষসহ আটটি  উদ্ভিদ এবং জোড়াবেল একসঙ্গে বেঁধে শাড়ি পরিয়ে একটি বধূ আকৃতিবিশিষ্ট করে দেবীর পাশে স্থাপন করা হয়। এই হল ’ নবপত্রিকা’, প্রচলিত ভাষায় যাকে ‘কলাবউ’ বলে। ঢাকের বোলে মেতে উঠেছে গঙ্গার চারিপাশ। ষষ্ঠীর রাতেই মানুষের ঢল নেমেছিলো মহানগরের রাজপথে। সেই ভিড় সপ্তমীর সন্ধ্যায় যে আরও বাড়বে তা এখন থেকেই বলা চলে । কলকাতার পাশাপাশি আগরতলার লক্ষী নারায়ন বাড়ি সহ শহরের ঘাট গুলিতে সকাল থেকে শুরু হয়েছে নবপত্রিকা স্নান । ভিড় জমিয়েছেন বনেদী বাড়ি থেকে শুরু করে বারোয়ারি পুজো কমেটির সদস্যরা । নবপত্রিকা স্নান উপলক্ষে নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে লক্ষ্মী নারায়ন বাড়ি সহ শহরের বিভিন্ন ঘাট গুলিতে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here