খুন নয় আত্মহত্যা করেছেন লাভপুরের বিজেপি কর্মী

সাবানুল মাজহার(বীরভূম) খুন নয় আত্মহত্যা করেছেন  লাভপুরের  বিজেপি কর্মী তাপস বাগদি। ময়নাতদন্তের পর সোমবার সন্ধ্যায় সাংবাদিক সম্মেলন করে একথা জানালেন বীরভূমের পুলিশ সুপার কুনাল আগরওয়াল । এটি কোন রাজনৈতিক খুন বলে এখনও পর্যন্ত জানা যায়নি বলে জানালেন তিনি । সম্পূর্ণ পারিবারিক ঘটনা। পাশাপাশি তিনি আরও বলেছেন ঘটনার তদন্ত শুরু হয়েছে।

পুলিশ সুপারের এই বক্তব্যের পর বঙ্গের বিজেপি সভাপতি দিলিপ ঘোষের সঙ্গে যোগাযোগ করেছিলো ডাকবার্তার প্রতিনিধি । আমাদের প্রতিনিধিকে দেওয়া টেলিফোনিক সাক্ষাৎকারে দিলীপ বাবু জানিয়েছেন,  “এর আগে পুরুলিয়াতে বিজেপির দুজন কর্মীকে মেরে গাছের ডালে ঝুলিয়ে দেওয়া হয়েছিলো । আর সেখানকার নেত্রী বলেছিলেন পারিবারিক বিবাদ । কিন্তু পরবর্তী সময়ে ওই কর্মীদের যারা খুন করেছিলো সেই সমস্ত খুনিরা ধরা পড়েছে,তাদের পুলিশ গ্রেফতার করেছে । এটা তো শাসক দলের নেতাদের বাঁধাধরা কথা । ওনাদের নেতারা বলবেন সুইসাইট আর পুলিশও সেই কথাই বলবে । ইসলামপুরে গুলি চলেছে । সেখানে শাসক দলের নেতারা বললেন বিজেপি বাইরে থেকে লোক এনে গুলি চালিয়েছে । নেতাদের কথা শুনে এস পি,ডিজি এই কথাই বললো ।এটা নতুন কোন কথা হয় ।  এত লোক মারা যাচ্ছে রাজনৈতিক সন্ত্রাসে সবাই কি সুইসাইট করছে? শাসক দলের লোকেরা যদি মারা যায় তাহলে বলবে বিজেপি মেরেছে। কিন্তু কাউকেই পুলিশ গ্রেফতার করতে পারেনা। মানে টা কি ? এটা হচ্ছে বিরোধীদের মুখ বন্ধ করার একটা রাস্তা ওদের কাছে আছে।“  বীরভূমের লাভপুরের দারকা গ্রামের পাশে ময়ূরাক্ষী নদীর ধারে জঙ্গল থেকে উদ্ধার হয় বিজেপি কর্মীর ঝুলন্ত মৃতদেহ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here