কালিকাপুরে শান্তি ফিরিয়ে আনতে সরকারের কছে আবেদন জমিয়ত উলামায়ে হিন্দের

নিজেস্ব প্রতিনিধি(আগরতলা) উভয় সম্প্রদায়ের লোকেদের তদন্তক্রমে শাস্তির ব্যবস্থা করা। যে সমস্ত সংখ্যালঘু পরিবার গুলির ঘরবাড়ি সহ বিভিন্ন জিনিসের যে সমস্ত ক্ষতি হয়েছে তাদের জন্য উপযুক্ত ক্ষতিপূরণের ব্যবস্থা করা। ১৪৪ ধারা ওঠার পর হিন্দু-মুসলিম,জাতি উপজাতি  সহ সকল সম্প্রদায়ের মানুষদের নিয়ে  শান্তি বৈঠকের আয়োজন করা। যে সমস্ত এডিসি এলাকায় বিভিন্ন সম্প্রদায়ের লোকজন বসবাস করছে কালিকাপুর সহ সেখান  স্থায়ীভাবে উপযুক্ত নিরাপত্তা ক্যাম্পের ব্যবস্থা করা  সহ মোট ৫ দফা দাবী নিয়ে গেদু মিয়াঁ মসজিদে সাংবাদিক সম্মেলন করে রাজ্য সরকারের  কাছে পেশ করলো ত্রিপুরা রাজ্য জমিয়ত উলামায়ে হিন্দ।

                      রাজ্য সরকারের কাছে পেশ করা দাবী সনদ

বেশ কিছুদিন ধরেই উত্তপ্ত হয়ে রয়েছে কালিকাপুর। ৪ দিন হয়ে গেলেও এলাকায় জারি রয়েছে ১৪৪ ধারা। ঘরবাড়ি ছেড়ে থানায় আশ্রয় নিয়েছেন সংখ্যালঘু পরিবারের লোকেরা। তাই এলাকায় শান্তি ফিরিয়ে আনতে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে সরকারের কাছে এই ৫ দফা দাবী পেশ করেন  সংগঠনের সদস্যরা।

ছবি-অর্পণ দে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here