কটুক্তি করেছিলেন অপরের স্ত্রীকে, তারপর পরিনতি যা হলো তা এক কথায়..

রবীন্দ্রনাথ মাইতি(ঝাড়গ্রাম) শাসক-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত ঝাড়গ্রাম । এই ঘটনায় মৃত্যু হয়েছে বিজেপি কর্মী রামপদ বেরার। বেলিয়াবেড়ার ভামাল গ্রামে তৃণমূল এবং বিজেপির সংঘর্ষের ঘটনার জেরে গোটা এলাকা জুড়েই  আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে গত বৃহস্পতিবার থেকে। ঘটনার বিবরনে জানা গেছে, বৃহস্পতিবার মন্দিরের দাওয়ায় বসে ছিলেন তৃণমূল কর্মী সুষেন কারক এবং তার স্ত্রী। সেই সময় বিজেপি কর্মী রামপদ বেরা সুষেন কারক ও তার স্ত্রীকে লক্ষ্য করে কটূক্তি করেন । শুক্রবার ঐদিন কার মতো ঘটনা চাপাচাপি হয়ে গেলেও ঘটনার রেশ থেকে যায়। শনিবার ফের উত্তপ্ত হয়ে ওঠে ভামাল গ্রাম । পুনরায় কটূক্তি করেন বিজেপি কর্মী রামপদ বেরা। কটূক্তির প্রতিবাদ করে একসময় হাতাহাতিতে পৌঁছায়।

সাধারণ  মানুষজনের  এই ঘটনার প্রতিবাদ করেন ।  কার্যত জনরোষের শিকার হয়ে মারা যান  বিজেপি কর্মী রামপদ বেরা। এই ঘটনার পরই রাজনৈতিক চাপানউতোর শুরু হয় ।প্রথমে  আশঙ্কাজনক অবস্থায় আহত তৃণমূল কর্মী সুসেন কারক কে  তপসিয়া গ্রামীণ হাসপাতাল ও পরে ঝাড়গ্রাম মাল্টিস্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু অবস্থান  এবং পরবর্তী ক্ষেত্রে কলকাতা মেডিকেল কলেজে তাকে স্থানান্তর করা হয়েছে । শনিবার তার মৃত্যু হয়।নিহত বিজেপি কর্মী রাম পদ বেরার মৃতদেহ কড়া পুলিশি নিরাপত্তায়  ভামাল গ্রামে নিয়ে যাওয়া হয়। গ্রামে বসানো হয়েছে পুলিস পিকেট। কোন রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে তৎপর রয়েছে জেলা পুলিশ ও প্রশাসন। মৃতদেহ নিয়ে  শোক মিছিল করে এলাকার স্থানীয় বিজেপি নেতৃত্ব।

error: Content is protected !!