“এ বিষয়ে আমার কিছু জানা নেই”

নিজেস্ব প্রতিনিধি(আগরতলা) ত্রিপুরা রাজ্যে কংগ্রেসের সভাপতির পদ থেকে বিরজিত সিনহাকে সরিয়ে কি অন্য কাউকে সভাপতি পদে বসানো হচ্ছে? রাজ্যে বিধানসভা নির্বাচনে কংগ্রেসের শোচনীয় ফলাফলের পর থেকেই কিন্তু এই প্রশ্ন সামনে আসছিলো । যদিও কংগ্রেস হাইকমান্ডের পক্ষ থেকে এবিষয়ে কিছুই স্পষ্ট করে বলা হয়নি । কিন্তু সম্প্রতি কংগ্রেসের অন্দরমহলে একটি প্রশ্ন ঘোরাফেরা করছে যে বিরজিত সিনহার পরিবর্তে রাজ্যে কংগ্রেসের সভাপতি পদে বসতে চলেছেন প্রদ্যুৎ কিশোর মানিক্য দেববর্মণ । এই নিয়ে চারিদিকে চলছে কানাঘুষো । কিন্তু এই বিষয়ে  শুক্রবার  সমস্ত জল্পনার অবসান ঘটালেন  প্রদ্যুৎ কিশোর মানিক্য দেববর্মণ । সাংবাদিকরা তাকে প্রশ্ন করেছিলেন কংগ্রেসের সভাপতি পরিবর্তন হচ্ছে? আপনি না কি ত্রিপুরার দায়িত্বে আসছেন? তার উত্তরে তিনি বলেছেন, এ বিষয়ে আমার কিছু জানা নেই। আমি সিকিমে কংগ্রেস ইনচার্জ পদে আছি । ত্রিপুরাতে সভাপতি বিরজিত সিনহাই আছেন । এছাড়া আমি আর এই বিষয়ে কিছু বলতে পারবোনা”। তার এই বক্তব্যের পর এটাই স্পষ্ট হলো যে বর্তমানে রাজ্যে সভাপতির পরিবর্তন হচ্ছেনা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here