এশিয়া কাপের রুদ্ধশ্বাস ম্যাচে বাংলাদেশকে হারিয়ে এশিয়া কাপ জিতল মেন ইন ব্লু।

প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা দারুণভাবে করে টাইগাররা। লিটন দাসের সাথে চমকের সাথে ওপেনিং এ আসেন স্পিনার মেহেদী হাসান। লিটন দাস ৮৭ বলে জীবনের প্রথম শতরান টি করে নেন। তার ইনিংসে ১২ টি বাউন্ডারি এবং ২ টি ছক্কা ছিল। ওপেনিং জুটি থামে ১২০ রানে। তখন মনে হচ্ছিল বাংলাদেশ বড় রানের দিকে এগিয়ে চলছে। কিন্তু তারপর ভারত ম্যাচে প্রত্যাবর্তন করে। মেহেদী হাসান (৩২) কেদারের শিকার। তারপর ইমরুল কায়েস (২),রহিম (৫),মিথুন(১),মাহামুদ্দল্লা (৪) একে একে সাজঘরে ফিরে আসেন। শেষদিকে সৌম্য সরকার (৩৩) কিছুটা চেস্টা করলে তাদের স্কোর থামে ২২২ রানে।

জবাবে ব্যাট করতে নেমে দলীয় ৪৬ রানেই ধাওয়ান (১৫), রাইডু (২) আউট হয়ে গেলে রহিত(৪৮) দলীয় রান ৮৩ তে রুবেল এর শিকার হন। তারপর কার্তিক ও ধোনি মিলে ভারত কে অনেকটা এগিয়ে দেন। দলীয় ১৩৭ রানে কার্তিক (৩৭) মাহামদ্দুল্লার শিকার হন। এরপর ধোনি আউট হতেই খেলায় ফিরে বাংলাদেশ। এদিকে কেদার হেমস্ট্রিং এর আঘাত পেয়ে মাঠ ছাড়ে। এরপর জাদেজা এবং ভুবনেশ্বর কুমারের দায়িত্বশীল ব্যটিং দলকে এগিয়ে দেয়। এরপর কেদার ফের মাঠ এ নেমে অপরাজিত থেকে দলকে জয়ের লক্ষে পৌছে দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here