এবার পুজোয় অভাবনীয় উদ্যোগ নিলো এই পুজো কমেটি

বিশ্বেশ্বর মজুমদার(শান্তিরবাজার) বাঙালীর শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। সারা বছর অপেক্ষার পর বছরের পাঁচটি দিন শুধু মাত্র পুজোর জন্য অপেক্ষা করে থাকে সবাই। কারন পুজো বছরে একবার আসে। পুজোর কটা দিন আমরা সবকিছু ভুলে পরিবারের সাথে আনন্দ করলেও পুজোর আনন্দ পরিবারের সঙ্গে আমাদের মত করে উপভোগ করতে পারেন না আরক্ষা দপ্তর, অগ্নি নির্বাপক দপ্তর,চিকিৎসক ও হাসপাতাল বা নার্সিংহোমে কর্তব্যরত নার্সরা। পুজোর এই পাঁচটা দিন সকলের মত করে আনন্দ করতে পারেন না হাসপাতালে ভর্তি থাকা  রোগী ও তার পরিজনেরা। এবার তাদের পাশে দাঁড়ালেন শান্তিরবাজার ব্যবসায়ী পূজা কমেটি।

জেলা হাসপাতালে  রোগী,কর্তব্যরত চিকিৎসক, নার্সদের হাতে মিষ্টি ও ফল তুলে দেন শান্তিরবাজার ব্যবসায়ী পূজা কমেটির সদস্যরা। তাদের এই কর্মপ্রয়াসকে সাধুবাদ জানিয়েছেন হাসপাতালের চিকিৎসক থেকে শুরু করে রোগী ও তাদের পরিবার। জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শান্তুনু দাস জানিয়েছেন, তারা খুব ভালো উদ্যোগ নিয়েছেন। সারাবছর যেন এই উদ্যোগ তারা এই উদ্যোগ জারি রাখেন। শুধু পুজো নয় সারা বছর রোগীদের পরিবারের পাশে যেন দাঁড়ায় এই পুজো কমেটি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here