এবার ডারবান কাঁপাবে বাংলার কন্যাশ্রী কন্যা

প্রদীপ সাঁতরা(হুগলী) কমনওয়েলথ আন্তর্জাতিক ক্যারাটে প্রতিযোগিতায় দৃষ্টান্ত স্থাপন করল উত্তরপাড়ার অঙ্কনা । আগামী ২৭শে নভেম্বর থেকে ২রা ডিসেম্বর সাউথ আফ্রিকার ডারবানে  অনুষ্ঠিত হতে চলেছে কমনওয়েলথ ক্যারাটে প্রতিযোগিতার  আসর। সেই প্রতিযোগিতায়  ভারত থেকে  ১৮জন প্রতিযোগী অংশগ্রহন করার সুযোগ পেয়েছে। আর সেই ১৮ জনের মধ্যে রয়েছে হুগলী জেলার উত্তরপাড়ার অঙ্কনা দাস । মাত্র ১০ বছর বয়সে তার এই বিরল কৃতিত্ব যা সত্যিই কুর্নিশ যোগ্য ।  ইতিমধ্যেই জাতীয় ,রাজ্য ও জেলা স্তরের বিভিন্ন প্রতিযোগিতায় অঙ্কনার ঝুলিতে রয়েছে ৪৫টি সোনা,৩০ টি রুপো ও ১৫টি ব্রোঞ্জ পদক । অঙ্কনার শিক্ষক হানসি প্রেমজিৎ সেন যথেষ্ঠ আশাবাদী অঙ্কনার পদক প্রাপ্তি নিয়ে।

সবকিছু ঠিক থাকলেও এই প্রতিযোগিতায় অংশগ্রহণের খরচ নিয়ে চিন্তায় ছোট্ট অঙ্কনার বাবা-মা। অঙ্কনার বাবা অনির্বান দাস ও মা সোমা দাসের বক্তব্য, প্রায় ১ লক্ষ ৬৫ হাজার টাকা খরচ  মেয়েকে প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য বিদেশে পাঠাতে হচ্ছে।  কিন্তু কোনো সরকারী বা বেসরকারী সাহায্য যদি তাদের মেয়ে  পায় তাহলে হয়তো এই ছোট্ট মেয়েটির স্বপ্ন স্বার্থক হতো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here