ওয়েব ডেস্কঃ এবার গুরুতর অভিযোগ উঠলো কংগ্রেসের বিরুদ্ধে । বিজেপি ন্যাশেনাল আইটি ইনচার্জ অমিত মালবিয়া টুইট করে গুরুতর অভিযোগ এনেছেন কংগ্রেসের বিরুদ্ধে। অভিযোগ ২০১৯ সালে মোদিকে ক্ষমতা থেকে সরানোর জন্য কংগ্রেসের ফেসবুক পেজের বিজ্ঞাপন স্পনসর করা হচ্ছে পাকিস্তান থেকে। এই অভিযোগের ভিত্তিতে তিনি টুইট করে একটি ভিডিও শেয়ার করেছেন। যেখানে দেখা যাচ্ছে ভারতীয় জাতীয় কংগ্রেসের ফেসবুক পেজে গুগল এড স্পনসরের লোকেশনে ভারতের পাশাপাশি পাকিস্তানও আসছে। সেখানে লেখা রয়েছে Desh bachao, Modi hatao আর এরপরেই শুরু হয়েছে জোর বিতর্ক।
অমিত মালবিয়ার পর টুইট করে ক্ষোভ উগড়ে দিয়েছেন বিজেপির মুখপাত্র সম্বিৎ পাত্র। সাংবাদিকদের তিনি জানিয়েছেন, দেশের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে পাকিস্তানে ক্যাম্পেন চালাচ্ছে বিরোধী দল। পাশাপাশি নভজ্যোত সিং সিধুকেও কটাক্ষ করে বলেন, কংগ্রেস নেতাদের পাকিস্তানের প্রতি ভালোবাসা উপচে পড়ছে৷
Video recording of Congress’s official page where it can be seen that they are running ‘मोदी हटाओ’ campaign in Pakistan. pic.twitter.com/yny5P2VVMN
— Amit Malviya (@amitmalviya) October 18, 2018