এটাই হয়ত তাঁর জীবনের শেষ জঙ্গি অভিযান ছিলো!

কাশ্মীরঃ সেনা-জঙ্গি গুলির লড়াইতে শুক্রবার রাত থেকেই উত্তপ্ত হয়েছিল উপত্যকা। রাতেই জম্মু-কাশ্মীরের নোগাম সেক্টরে সেনাবাহিনীর জাওয়ানদের লক্ষ করে গ্রেনেড ছুঁড়েছিল জঙ্গিরা । এই ঘটনায় গুরুতর আহত  হয়েছিলেন রাজেশ কুমার নামে এক সিআইএসএফ অফিসারের । আশঙ্কাজনক অবস্থা রাতেই তাঁকে ভর্তি করা হয়েছিলো হাসপাতালে । দীর্ঘ কয়েকঘন্টা লড়াইয়ের পর জীবন থমকে গেলো রাজেশের। শনিবার সকালে হাসপাতালেই মৃত্যুর কোলে ঢোলে পড়লেন তিনি । এই নিয়ে চলতি সপ্তাহে সেনা-জঙ্গির লড়াইতে মৃত্যু হলো চার জওয়ানের৷

সেনা সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সন্ত্রাসবিরোধী অভিযানে নামেন সিআইএসএফ অফিসার রাজেশ কুমার৷  নোগাম সেক্টারে অভিযান চালাতে গেলে সেনা অফিসারকে লক্ষ্য করে গ্রেনেড ছোঁড়া হয়৷ গ্রেনেড হামলায় গুরুতর জখম হন তিনি  ৷ এই ঘটনার পরেই স্থানীয় পুলিশ,সিআরপিএফ জাওয়ানরা ওই এলাকায় জঙ্গিদের খোঁজে তল্লাশি শুরু করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here