একের পর এক অসাধারন পুজো মণ্ডপ মুগ্ধ করবে দর্শকদের

রবীন্দ্রনাথ মাইতি(ঝাড়গ্রাম) সারা রাজ্যের পাশাপাশি পুজোর আনন্দে মেতে উঠেছে ঝাড়গ্রাম জেলা। এবার জেলায় বেশ কয়েকটি বড় বড় পুজো হচ্ছে। ইতিমধ্যেই বেশ কয়েকটি পুজোর উদ্বোধন হয়ে গেলেও বেশ কিছু পুজোর উদ্বোধন বাকি এখনও। পুজোর চারটে দিন ভিড় এড়াতে মহাপঞ্চমীর সন্ধ্যায় ঝাড়গ্রাম শহরের রাজপথে নেমেছিলো মানুষের ঢল । শহরের বড় পুজো গুলির মধ্যে অন্যতম গিধনী পূর্বাসা ক্লাবের পূজো। এবার তাদের পুজো ১৮ বছরে পদার্পণ করেছে । ১৮ বর্ষে তাদের থিম পূর্বাশা এবার বাঁ হাতে। অর্থাৎ গ্রাম বাংলায় সাপ এবং তাকে ঘিরে যে কুসংস্কার। তার বিরুদ্ধে ই এবারের থিম গিধনী পূর্বাশা । মন্ডপ জুড়ে সাপ সাপুড়ে তাবিজের কবজ নিয়ে সাজানো । সাপে কাটলে কুসংস্কারে বিশ্বাস না করে হাসপাতালে যাওয়ার বার্তায় মুল থিম। ঠাকুর এখানে বেদিনী রুপি। অপর দিকে  মাঝর পাড়া এবার মোগলি কে তুলে এনেছে তাদের পাড়ায় । বাগিরা, সের সিং ভল্লু, বাচ্চাদের মন কাড়বে। ঠাকুর মাংকি ট্যাম্পেলে পাথর কাটা।  ৩৬ বছরে পদার্পণ করলো পূর্ব্বাশা । এবার তাদের বাজেট ৮ লক্ষ  টাকা । এবার তাদের পুজো মন্ডপে নারী শক্তি কে তুলে ধরা হয়েছে। সমস্ত মন্ডপ জুড়ে নারী শক্তির জয় এর ছবি ।  শহরের অপর ক্লাব  সংঘমিত্র ব্যায়াম সমিতি ২৭ বছরে পড়লো । এবার তাদের বাজেট ১৪ লক্ষ টাকা ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here