আগরতলাঃ “আমাদের দেশে প্রতিটি অঞ্চলে শিল্প-সংস্কৃতির বিকাশে ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রক কাজ করছে। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উত্তর পূর্বাঞ্চলকে অষ্টলক্ষী হিসাবে অভিহিত করেছেন। পুরো উত্তর-পূর্বাঞ্চল জুড়ে আর্থ সামাজিক উন্নয়নের পাশাপাশি শিল্প সংস্কৃতির বিকাশেও সমান গুরুত্ব দিয়েছেন। এবং রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব যে দিশাতে উন্নয়নের বিভিন্ন পরিকল্পনা নিয়েছেন।“ মহত্মা গান্ধীর ১৫০ তম জন্মশতবার্ষিকী উপলক্ষে নজরুল কলাক্ষেত্রে আয়োজিত একটি চিত্র প্রদর্শনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে উত্তরপূর্বাঞ্ছলের রাজ্য গুলিতে যেভাবে প্রধানমন্ত্রী গুরুত্ব দিয়ে দেখছেন তাঁর ভুয়সী প্রশংসা করে একথা বলেন শিক্ষামন্ত্রী রতন লাল নাথ। প্রধানমন্ত্রীর পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রী ও যে যে উন্নয়নমূলক পরিকল্পনা নিয়েছেন তারও প্রশংসা করেন তিনি। সোমবার রাজ্যের তথ্য সংস্কৃতি দপ্তর ও উত্তর পূর্ব জোন সাংস্কৃতিক শাখা ডিমাপুরের যৌথ উদ্যোগে রাজধানীর নজরুল কলাক্ষেত্রে একটি চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। মহত্মা গান্ধীর ১৫০ তম জন্মশতবার্ষিকী উপলক্ষে এই প্রদর্শনী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী রতন লাল নাথ সহ অনান্য আধিকারিকরা।
সম্প্রতি বাংলাদেশ সফরে বক্তব্য রাখতে গিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন ১৯৭১ সালে যখন বাংলাদেশে মুক্তি যুদ্ধ চলছিল সেই সময় তিনি গ্রেফতার হয়েছিলেন। প্রধানমন্ত্রীর...
এসএফআই, ডিএফওয়াই, মহিলা সমিতি, কৃষক সমিতি, সিপিএমের নামে চাঁদার জুলুম চলত। এমন কি মনরেগার যে গরিব কর্মীরা ছিল তাদেরকেও ছাড়েনি এই কমিউনিস্ট দল। বর্তমানে...
৬ এপ্রিল রাজ্যে এডিসি নির্বাচন। নির্বাচন উপলক্ষ্যে ইতিমধ্যেই প্রচারে ঝড় তুলেছে রাজ্যের শাসক দল বিজেপি। শনিবার দুপুরে বিজেপি প্রদেশ কার্যালয়ে নির্বাচনী ইস্তেহার প্রকাশ করল...