আসন্ন লোকসভা নির্বাচনে ব্যবহার হতে চলেছে ভিভিপাট যুক্ত ভোট যন্ত্র

হক জাফর ইমাম(মালদা) ২০১৯আসন্ন লোকসভা নির্বাচনে সারা দেশের সাথে মালদা জেলাতেও ব্যবহার হতে চলেছে ভিভিপাট যুক্ত ভোট যন্ত্র।সোমবার জেলা প্রশাসনিক ভবনের সভাকক্ষে ইভিএম মেশিন নিয়ে একটি কর্মশালার আয়োজন করা হয় জেলা প্রশাসনের উদ্যোগে। বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সামনে এই যন্ত্রের ব্যবহার দেখানো হয়। এদিন এই কর্মশালায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা শাসক অরুন কুমার রায়, পালদেন শেরপা, ইলেকশন অসি জ্যোতি ঘোষ, সদর মহকুমা শাসক পার্থ চক্রবর্তী সহ অন্যান্য আধিকারিকরা। ভোট যন্ত্রে যাতে কোনো কারচুপি না হয় সেই কারণে আসন্ন লোকসভা নির্বাচনে সারাদেশব্যাপী ব্যবহার করা হবে ভিভিপাট যুক্ত ভোট যন্ত্র। এই মেশিনের মাধ্যমে ভোটাররা কাকে ভোট দিবেন, কয়েক সেকেন্ডের জন্য তারা বুঝতে পারবেন।
এই ঘটনায় অতিরিক্ত জেলা শাসক অরুণ কুমার রায় জানান, সারা দেশের সাথে মালদা জেলাতেও ২০১৯ সালের লোকসভা নির্বাচনে ব্যবহার করা হবে ভিভিপাট যুক্ত ভোট যন্ত্রে। নির্বাচনে ভোট যন্ত্রে স্বচ্ছতা রাখতে ভোটার যন্ত্রে ভিভিপাট যন্ত্র ব্যবহার করা হবে। ভোটাররা কাকে ভোট দিবেন ৭ সেকেন্ডের জন্য সেটি দেখতে পাবেন তারা। সোমবার জেলা প্রশাসনিক ভবনের সভাকক্ষে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সামনে ভোটার যন্ত্রের ব্যবহার দেখানো হয় মালদা জেলা প্রশাসনের উদ্যোগে

error: Content is protected !!