আসছে “হবে নাকি ডট কম”

হবে নাকি ডট কম! নামটি শুনলে হয়ত আপনার চমকে উঠবেন। কিন্তু চমকানোর কিছু নেই। আমার বাংলা ওয়েব টিভির নতুন বিনোদন ভিত্তিক ওয়েবসাইট “হবে নাকি ডট কম” আসছে অল্প কিছুদিনের মধ্যেই।এখানে দর্শকরা দেখতে পাবেন নানারকমের ভিন্ন স্বাদের ওয়েব সিরিজ এবং নানা ধরনের বিনোদনমূলক অনুষ্ঠান। আমার বাংলা ওয়েব টিভি , নক্ষত্র ইনফোমিডিয়ার সাথে যৌথ ভাবে করছে অনেক ওয়েব সিরিজ।

নক্ষত্র ইনফোমিডিয়া এর কর্ণধার শেখর প্রামানিকের পরিচালনা এবং তার সাথে থাকছে পিন্টু। রবিবার আমার বাংলা ওয়েব টিভি ও নক্ষত্র ইনফোমিডিয়ার এর মধ্যে চুক্তি সম্পন্ন হয়। সংবাদ মাধ্যমের সামনে নক্ষত্র ইনফোমিডিয়ার কর্ণধার শেখর প্রামানিক জানিয়েছেন, আমার বাংলার সাথে কাজ করে খুব ভালো লাগছে। আর নামের মধ্যেই আছে আমার বাংলা। তাই নিজের মনে করে কাজ করছি। এবং আমার বাংলা ওয়েব টিভির কর্ণধার সিদ্ধার্থ দাস পুরো প্রফেসনাল ভাবে কাজ করে যেটা আমার খুব ভালো লেগেছে। আর তার সাথে আছে এস্কিকিউটিভ প্রোডিউসার শুভঙ্কর ভৌমিক। অপর দিকে পিন্টু বাবু জানিয়েছেন আমার বাংলা ওয়েব টিভির সাথে কাজ করে খুব ভালো লাগছে।

 “হবে নাকি ডট কম” এ ওয়েব সিরিজের জন্য কোন সাবক্রিপেশন লাগবেনা। সম্পূর্ণ বিন্যামূল্যে আপনারা ওয়েব সিরিজ দেখতে পারবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here