আমি তসলিমার মেয়ে!

কলকাতাঃ  তসলিমা নাসারিনের  জীবনের অতীতের রহস্যময় পুরুষ কি জর্জ বেকার? রাজ্য রাজনীতির কাদা ছোড়াছুড়িতে নতুন সংযোজন এই সম্পর্ক। নিজেকে তসলিমা ও জর্জ বেকারের মেয়ে বলে দাবি করলেন বর্ধমানের ভাতারের নারায়ণপুর গ্রামের বাসিন্দা অঙ্কিতা ভট্টাচার্য। তার দাবি অনুযায়ী , তিনি জর্জ বেকারের স্ত্রী অর্পিতার বোনের পালিত কন্যা। তিনি ছোটবেলা থেকেই এই সম্পর্ক জানতেন এবং এই সম্পর্কের স্মৃতিচারণে’র সুবিধার্থে তার  মা গৌরীদেবী তাকে দিয়েছেন কয়েকটি ছবি। সেই ছবির অস্তিত্ব তাসলিমার ফেইসবুক পেজেও পাওয়া যায়।

অঙ্কিতার কথাসূত্রে জানা যায় যে জর্জ ও তসলিমার এই সম্পর্ক মেনে নিতে পারেননি জর্জের বর্তমান স্ত্রী অর্পিতা বেকার। আর সেই কারণে জর্জ বাধ্য হন তসলিমা ও অঙ্কিতার থেকে দুরুত্ব বজায় রাখতে। নিজের প্রাপ্য অধিকারের জন্য তিনি আইনের পথে চলবেন,একথাও জানালেন অঙ্কিতা। এখন দেখার বিষয় , জর্জ ও তাঁর স্ত্রী কি অঙ্কিতার প্রাপ্য অধিকার ফিরিয়ে দেবে

বিজ্ঞাপন

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here