আমাদের প্রধান কাজ সারা দেশে গণতন্ত্র পুনারুদ্ধার করাঃ বিজন ধর

আগরতলাঃ “ত্রিপুরা রাজ্যে আমরা দেখছি সংশোধীয় গণতান্ত্রিক যে ব্যবস্থা, অধিকার, ব্যাক্তি স্বাধীনতা কোনটাই এই রাজ্যে নেই । বিজেপি শাসিত রাজ্য গুলি সহ সারা দেশে আজ গণতন্ত্র নেই। আমাদের প্রধান কাজ হবে রাজ্য সহ সারা দেশে গণতন্ত্র পুনারুদ্ধার করা, বিজেপি সরকার হটানো এবং ধর্ম-নিরপেক্ষ একটা সরকার গঠন করা”। বুধবার মহান নভেম্বব বিপ্লব দিবস পালন করে সারা দেশে ধর্ম-নিরপেক্ষ সরকার গঠনের ডাক দিলেন সিপিএমের রাজ্য সম্পাদক বিজন ধর।

সারা দেশের পাশাপাশি রাজধানী আগরতলাতেও যথাযথ মর্যাদায় পালিত হলো ১০২ তম মহান নভেম্বর বিপ্লব দিবস। সকালে মেলারামঠের সিপিএম সদর কার্যালয়ে মহান নভেম্বর বিপ্লব দিবস পালন করা হয়। দলীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু করেন সিপিএমের রাজ্য সম্পাদক বিজন ধর। এরপর শহীদ বেদীতে মাল্যদান করেন সিপিএম দলের সদস্য-সদস্যরা।

foodzone

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here