আপনাদের দ্বারাই বিপ্লব দেব, বিপ্লব দেবের দ্বারা আপনারা নন

নিজেস্ব প্রতিনিধি(উদয়পুর)  আপনারাই আজকে আমাকে মুখ্যমন্ত্রী বানিয়েছেন। আপনাদের দ্বারাই বিপ্লব দেব, বিপ্লব দেবের দ্বারা আপনারা নন । আমি ও আমার মন্ত্রীসভার সমস্ত মন্ত্রীরা সেই দিশাতেই কাজ করছি। আজ মা দুর্গার কাছে আশীর্বাদ চাইবো যে কর্মযজ্ঞে আমরা নেমেছি সেটা যেন নিষ্ঠার সঙ্গে নিষ্ঠা ভাবে সেই কাজ আমরা করে যেতে পারি। আর আমাদের যে স্বপ্ন ত্রিপুরা রাজ্যকে শ্রেষ্ঠ প্রদেশে পরিনত করা সেই দিশাতে যেন কাজ করতে পারি। শনিবার সন্ধ্যা দুর্গাপুজোর চতুর্থীতে উদয়পুর ধবজনগরস্থিত জুয়েল ক্লাবের দূর্গাপূজার শুভ উদ্বোধন করে একথা বললেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। মাঝে আর মাত্র একটা দিন। তারপরেই দেবীর বোধন। শারদীয়া উৎসবকে কেন্দ্র করে মেতে উঠবে শহর থেকে জেলার সমস্ত মানুষ। ইতিমধ্যেই শহরের বেশ কিছু পুজোর উদ্বোধন হয়ে গেছে। রাজধানী আগরতলা কে এবার টেক্কা দিচ্ছে অনান্য জেলা গুলিও।

শনিবার সন্ধ্যায় উদয়পুর ধবজনগর স্থিত জুয়েল ক্লাবের দূর্গা পূজার শুভ উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব । মুখ্যমন্ত্রী এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক বিপ্লব কুমার ঘোষ, বিধায়ক রামপদ জমাতিয়া সহ গোমতী জেলা শাসক তরুণ কান্তি দেবনাথ, গোমতী জেলা পুলিশ সুপার এ আর রেড্ডি সহ আরও বিশিষ্ট জনেরা।জুয়েল ক্লাবের পুজো উদ্বোধনের পর  উদয়পুর জগন্নাথ দিঘির পাড় স্থিত রবীন্দ্র সংঘের পূজা মন্ডপের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব । মুখ্যমন্ত্রী ছাড়াও  উপস্থিত ছিলেন কৃষি পরিবহন ও পর্যটন দপ্তরের মন্ত্রী প্রনজিৎ সিংহ রায় ও বিধায়ক রামপদ জমাতিয়া সহ বিধায়ক বিপ্লব কুমার ঘোষ, গোমতী জেলা শাসক তরুণ কান্তি দেবনাথ সহ গোমতী জেলা পুলিশ সুপার এ আর রেড্ডি সহ আরও বিশিষ্ট জনেরা। বৃষ্টিকে উপেক্ষা করেও উদ্বোধনী অনুষ্ঠান গুলোতে মানুষের উপস্থিতি ছিলো লক্ষণীয়। তবে বৃষ্টির জন্য উৎসবের আনন্দ কিছূটা হলেও ফিকে হয়ে যায়।

error: Content is protected !!