আজ বায়ুসেনার হাতে পৌঁছাচ্ছে অ্যাপাচে হেলিকপ্টার

ভারতীয় বায়ুসেনার হাতে আসছে নতুন হাতিয়ার। আজ, শনিবার ভারতের হাতে এসে পৌঁছতে চলেছে এএইচ-৬৪ই (AH-64E) অ্যাপাচে গার্ডিয়ান অ্যাটাক হেলিকপ্টার। আজই ভারতীয় বায়ুসেনার গাজিয়াবাদের এয়ারবেসে পৌঁছবে ৪টি অ্যাপাচে যুদ্ধ হেলিকপ্টার। মার্কিন বিমান প্রস্তুতকারক সংস্থা বোয়িং-এর তৈরী এই হেলিকপ্টারগুলি আজ একটি অ্যান্টোনভ এএন ২২৪ (AN 224) ট্রান্সপোর্ট বিমানে করে এসে পৌঁছবে।

এটি ভারতের হাতে আসা অ্যাপাচে হেলিকপ্টারের প্রথম ব্যাচ হবে। এর পরে আরও কয়েকটি ব্যাচে এই হেলিকপ্টার পাঠাবে বোয়িং। ভারতে অন্তিম পর্যায়ের অ্যাসেম্বেলি ও যাচাইয়ের পর এই হেলিকপ্টারগুলিকে পাঠানো হবে ভারত-পাক সীমান্তে পাঠানকোটে বায়ুসেনার ঘাঁটিতে।

পাঠানকোটে গ্রুপ ক্যাপ্টেন এম শ্যালু এই হেলিকপ্টারের স্কোয়ার্ডনের নেতৃত্ব দেবেন। এই মূহুর্তে পাঠানকোটে ১২৫টি মি-৩৫ (Mi-35) হেলিকপ্টার আছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here