অসুররুপী ব্যবস্থা থেকে ত্রিপুরাকে মুক্ত করতে হবে

অর্পণ দে(আগরতলা) “৩৭ লক্ষ ত্রিপুরাবাসীর দায়িত্ব মা দুর্গা আমার ক্যাবিনেটের কাছে দিয়ে রেখেছেন । আমি যাতে জনতার জন্য কাজ করতে পারি সেই আশীর্বাদটুকুই মায়ের কাছ থেকে আমি চেয়েছি। ত্রিপুরাবাসীকে কথা দিয়েছি গরীব মুক্ত, ভ্রষ্টচার মুক্ত ,নারী নির্যাতন মুক্ত ত্রিপুরা, বৈভবশালী ত্রিপুরা গড়ে তুলবো।  মা দুর্গা শক্তির দেবী । মায়ের কাছে সবাই আশা করে অসুররুপী সমাজ ব্যবস্থার মধ্যে যে কু প্রথা গুলো আছে সেটা ড্রাগস হোক, মাফিয়ারাজ হোক, নারী নির্যাতনকারী সেই সমস্ত অসুররুপী ব্যবস্থা থেকে ত্রিপুরাকে মুক্ত করার জন্য মায়ের কাছে আশীর্বাদ চেয়েছি। আমার বিশ্বাস যে সেই দিশাতেই আমরা কাজ করতে পারবো এবং ত্রিপুরাকে মডেল রাজ্য বানাতে পারবো” । নবমীর দুপুরে রাজধানীর দুর্গাবাড়ি থেকে পুজো দিয়ে বেড়িয়ে একথা জানালেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। দুপুর ১টার কিছু সময় পর মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব দুর্গাবাড়িতে প্রবেশ করেন। সঙ্গে ছিলেন তার স্ত্রী ও ছেলে।  দুর্গাবাড়িতে এসে মায়ের কাছে পুজো দেন মুখ্যমন্ত্রী ও তার স্ত্রী। প্রার্থনা করেন মায়ের কাছে। পুজো দেওয়ার পর বেশ কিছুক্ষন দুর্গাবাড়িতে সময় কাটান তিনি। কথা বলেন পুরোহিতদের সঙ্গে। মুখ্যমন্ত্রী পুজো দিতে আসবে বলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছিলো দুর্গাবাড়িতে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here