অসমে পাঁচজন হত্যার প্রতিবাদে রাজধানীতে অসমের মুখ্যমন্ত্রীর কুশপুত্তলিকা দাহ

আগরতলাঃ “রাঙ্খল ছিলো উগ্রপন্থী নেতা ।  তার সঙ্গে চুক্তি করে ১৯৭১ সাল লাঘু করা হলো। এটা আমরা মানিনা। ত্রিপুরা,অসম আর বাংলার মাটি বাংলার বাংলার অবিচ্ছেদ্য অংশ। এনআসি চালু করে যদি বের করতেই হয় তাহলে যারা ভারতের ভূমিপুত্র নয় তাদের বের করা হোক। ত্রিপুরা বাংলার অংশ, বাঙালীরা এখানে বিদেশী হতে পারেনা। এন আর সি করতে হলে সংবিধানগত যে আইন আছে সেই আইন অনুসারে এন আর সি করা হোক। কোন সালের ভিত্তিতে আমরা এন আর সি মানবোনা”। অসমের তিনসসুকিয়াতে ৫ জনকে হত্যার প্রতিবাদে ও এন আর সি ইস্যুতে শনিবার বিক্ষোভ মিছিলে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এন আর সি নিয়ে তীব্র প্রতিবাদ জানিয়ে একথা বললেন আমরা বাঙালী ত্রিপুরা রাজ্য কমেটির সম্পাদক হরিপদ দেবনাথ । শনিবার বিকেলে মঠ চৌমুনির আমরা বাঙালীর প্রধান কার্যালয়ের সামনে থেকে শুরু হয় মিছিল। রাজধানীর সিটি সেন্টারের সামনে এসে শেষ হয় প্রতিবাদ মিছিল। মিছিল শেষে অসমে পাঁচজন হত্যার প্রতিবাদে অসমের মুখ্যমন্ত্রীর কুশপুত্তলিকা দাহ করেন  কর্মী-সমর্থকরা।
error: Content is protected !!