অষ্ঠমীতে আর দেখা হলো না মায়ের মুখ

সৌমাল্য ব্যানার্জি(পূর্ব মেদিনীপুর) অষ্ঠমীর বিকালে মর্মান্তিক দুর্ঘটনায় প্রান গেলো ৩ জনের।  প্রতিমা দর্শনে বেরিয়ে পথ দূর্ঘটনায় মৃত‍্যু হল তিনজন মোটর সাইকেল আরোহীর। মর্মান্তিক এই দূর্ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর থানার দ্বারিকাপুরে। ঘটনার বিবরনে জানা গেছে একটি মোটর বাইকে করে তিনিজন আরোহী আসছিলেন। বাইকটিরগতি খুব দ্রুত ছিলো বলে জানিয়েছেন স্থানীয়রা। দ্রুত গতিতে বাইকটি এসে  রাস্তার ধারের একটি ইলেক্ট্রিক পোষ্টে ধাক্কা মেরে পুকুরে পড়ে যায় । ঘটনার খবর পেয়েই ছুটে আসেন স্থানীয়রা। আহতদের উদ্ধার করে ভগবানপুর গ্রামীন হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করে । দু জনের নাম পরিচয় জানা গেছে। তাদের নাম শুভঙ্কর বর্মন ও স্বপন বর্মন। উভয়েরই বাড়ি দ্বারিকাপুর। অপর জনের পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। মর্মান্তিক এই দূর্ঘটনায় পুরো ভগবানপুরে নেমে এসেছে শোকের ছায়া।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here