অবৈধভাবে খেয়া পারাপার করতে গিয়ে নৌকাসহ গ্রেপ্তার চার

হক জাফর ইমাম(মালদা) অবৈধভাবে খেয়া-পারাপার করতে গিয়ে নৌকাসহ চারজনকে গ্রেপ্তার করেছে মালদা থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা যায় মালদা জেলা শাসকের নির্দেশে জেলার প্রত্যেকটি ফেরিঘাটে কড়া নজরদারির নির্দেশিকা দেওয়া হয়েছে কারণ যাতে করে নৌকায় ঝুঁকি না নিয়ে যাত্রী পারাপার করে সেদিকে খেয়াল রেখেই বৃহস্পতিবার গভীর রাতে মালদা থানার পুলিশ নিমাসাড়া এবং পুরাতন মালদা থানার মহানন্দা  ঘাটে হানা দেয় । জানা গেছে বর্তমানে পুরাতন মালদায় চারুশেঠের  মেলা চলছে মহানন্দা নদীর ধারে তাই লোকজন গভীর রাত পর্যন্ত খেয়া পারাপার হচ্ছে কিন্তু প্রশাসনের নির্দেশ মেনে বর্তমান ঘাট মালিক সন্ধ্যা ছটার সময় নৌকা পারাপার বন্ধ করে দেয় এর ফলে মেলায় আগত দর্শনার্থীরা পারাপারে সমস্যায় পড়ে যায । এই সুযোগে অন্য জেলেরা তাদের ছোট নৌকা নিয়ে যাত্রী পারাপার করে ঝুঁকি নিয়ে এই খবর মালদা থানার পুলিশ গোপন সূত্রে জানতে পারে এবং তখনই গিয়ে মাঝি সহ নৌকা আটক করে। শুক্রবার চারজন মাঝি কে জেলা আদালতে পাঠানো হয় । জানা গেছে  চারজন মাঝির বাড়ি ইংরেজবাজার  ব্লকের নিমাসাড়া  এলাকায়। ধৃতদের নাম নন্দলাল মন্ডল শ্যামল মন্ডল প্রণব মন্ডল সাগর মন্ডল এরা প্রত্যেকে একই পরিবারের  যদিও ধৃত মাঝিদের বক্তব্য তারা রাত্রিবেলা মহানন্দা নদীতে মাছ ধরার সময় খেয়াল করে যে কিছু লোক ঘাট পারাপারের জন্য  দাঁড়িয়ে আছে এবং ওই যাত্রীরা তাদেরকে কাকুতি-মিনতি করে ঘাট পার করার জন্য এবং তারা পার করতে গেলে এই বিপত্তির মুখে পড়ে অর্থাৎ ধৃতদের বক্তব্য মানুষকে বিপদের হাত থেকে মুক্ত করতে গিয়েই তাদের এই সমস্যার মধ্যে পড়তে হয়।

error: Content is protected !!