অবশ্যই জানুন এটিএম/ডেবিট কার্ড সুরক্ষিত রাখার অজানা উপায়

বর্তমান সময়ে প্রায় প্রতিদিন কারো না কারো এটিএম, ডেবিট কার্ডে প্রতারনা চলছে । আপনার পিন নাম্বার দিয়ে প্রতারকরা আপনার ব্যাঙ্ক থেকে টাকা তুলে নিচ্ছে। তা আপনি জানতেও পারছেন না। এবার আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি সেই সমস্ত অজানা তথ্য। যা জানা থাকলে আপনি আপনার এটিএম অথবা ডেবিট কার্ড সুরক্ষিত রাখতে পারবেন।

 ডেবিট কার্ডে যেসব লেনদেনগুলি হচ্ছে সেগুলির উপর নজর রাখুন৷ দেখে আপনার অজান্তে কোথাও কোনও লেনদেন হল কিনা৷তা খুব ছোট অংকের হলেও কোথায়  কীভাবে হয়েছে তা জানতে ব্যাংকের সঙ্গে যোগাযোগা করুন৷

 যে কোনও লেনদেনের তথ্যই যাতে এসএমএস মারফত গ্রাহকের কাছে চলে আসে তার জন্য আবেদন করে রাখা৷ এরফলে যদি কোনও প্রতারণা হয় তাহলে তৎক্ষণই খবর পেয়ে যাওয়া যাবে এবং নেওয়া সম্ভব হবে দ্রুত ব্যবস্থা৷

 প্রতি তিন মাস অন্তর পিন নম্বর পরিবর্তন করা দরকার৷ অন্তত বছরে একবার পিন পরিবর্তন করা উচিত যে কোনও গ্রাহকেরই৷

 বিভিন্ন এটিএম কার্ডের জন্য আলাদা আলাদা পিন নম্বর রাখা দরকার ৷ কারণ যদি কোনও কারণে সব কটিরই একই পিন নম্বর হয় তবে প্রতারকদের সুবিধা হবে বিভিন্ন অ্যাকাউন্ট থেকে টাকা তোলার৷

 কাউকে কোনও ভাবেই নিজের কার্ডের পিন নম্বর দেবেন না৷

 কোনও দোকানে কিছু কিনতে গিয়ে কার্ড ব্যবহার করার সময় পিন নম্বর  টাইপ করার সময় হাত দিয়ে আড়াল করে মেশিনে তা টাইপ করুন যাতে কেউ সেটা দেখতে না পায়৷

 এমনকী ব্যাংক থেকে ফোন করছি বলে কেউ ফোন করলেও তাঁকেও নিজের পিন নম্বর দেবেন না কারণ এখন এইভাবেও ফোন করে পিন নম্বর চেয়ে নিয়ে অনেক সময়ই প্রতারণা করা হচ্ছে৷

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here