অনন্য নজির গড়ল সাংবাদিক রাম চক্রবর্তী

তনস্মিতা চক্রবর্তী নামের এগারো বছরের এক মেয়ে লক ডাউনের আগে আসাম রাজ্যে মামার বাড়ি গিয়েছিলো।পিতা পল্লব চক্রবর্তী যিনি পঞ্চায়েত সচিব।তাদের বাড়ি ধর্মনগরে। একমাস ধরে বাবাকে না দেখে মাতৃহারা মেয়েটি কান্নাকাটি শুরু করে।এমত অবস্থায় মেয়েটির পিতা জেলা শাসকের  দ্বারস্থ হন। জেলাশাসক ত্রিপুরায় আসার অনুমতি দেন। কিন্তু সমস্যা হয় আসামের লোহারপোয়া থেকে মেয়েটি কিভাবে আসবে। বিষয়টি সাংবাদিক রাম চক্রবর্তীকে জানানোর পর নিজের গাড়ি ঘরে মেয়েটিকে চুরাইবাড়ি পুলিশ  চেকপোস্ট পর্যন্ত পৌঁছে দেন। প্রায় এক মাস পর পিতাকে দেখে খুশিতে কান্না শুরু করে দেয় মেয়েটি।

error: Content is protected !!